শিশু হাসপাতালে কমছে ডেঙ্গু রোগী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-12-01 20:42:49

ডেঙ্গু মৌসুম শেষ হলেও হাসপাতালগুলোতে প্রতিদিন নতুন করে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। চলতি বছর ডেঙ্গুতে বয়স্কদের পাশাপাশি শিশু আক্রান্তের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। তবে তা আগের তুলনায় দিনদিন কম বলে জানিয়েছেন চিকিৎসকরা

রোববার (১ ডিসেম্বর) সরেজমিনে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতাল অ্যান্ড ইন্সটিটিউটে এ চিত্র দেখা গেছে। এ হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি শিশুর সংখ্যা ২৮ জন। যাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩ জন। সেখানে বর্তমান ১জন শিশু আছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। আর ১ নাম্বার ডেঙ্গু ওয়ার্ডে আছে ১৮ জন রোগী।

মিরপুর ১ এর বাসিন্দা মাসুমার ১১ মাস বয়সী ছেলে তালহা ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে হাসপাতালে ভর্তি ৪ দিন থেকে। উদ্বিগ্ন হয়ে তার মা তাকে সেবা করছেন।

এদিকে ৫ বছরের শিশু হামিম ও জ্বর আক্রান্ত হয়ে ভর্তি আছে হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ডে। তার প্লাটিলেট সাথে হিমোগ্লোবিন কম। এ অবস্থায় চিকিৎসা নিচ্ছে হাসপাতালটিতে।

হাসপাতালটির দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ৭৩১ জন শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তার মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল ৮২ জন শিশু। এখন পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন শিশু মারা গেছে।

ঢাকার মধ্যে ডেঙ্গু রোগী যারা ভর্তি হচ্ছে তাদের বেশি অংশ ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে আক্রান্ত। হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যমতে, আক্রান্তদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে ৬৫.১৪ শতাংশ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে ৪০৮.৮৬ শতাংশ রোগী আসছে।

কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর সময় শিশুদের প্রতি বিশেষভাবে যত্নশীল ও সতর্কতা অবলম্বন করতে হবে৷ বেশির ভাগ শিশুর ক্ষেত্রে জ্বর কমলে ব্লাড প্রেসার কমে যাচ্ছে। এ সময় শিশুদের প্রতি যত্নবান হওয়ার কথা বলছেন তারা।

Related News