সাভারে প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2024-12-02 18:09:37

ঢাকার অদূরে সাভারের বলিয়ারপুরে বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার ঢাকামুখী লেনে এস, এন. সিএনজি এন্ড এলপিজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাভারের নগরকোন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন, প্রাইভেটকারের চালক মজিবুর। আহতরা হলেন, শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।

আহত শাহাবুদ্দিন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আব্দুল জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সি লাইন নামে একটি দূরপাল্লার বাস ও প্রাইভেটকারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উল্টে যায় প্রাইভেটকারটি। প্রাইভেটকারে থাকা ৫ ব্যক্তির মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। নিহত নাজিমউদ্দীন মেম্বারের ভাতিজার বিয়ের জন্য মেয়ে দেখে বাড়ি ফিরছিলেন তারা।

আহত শাহাবুদ্দিনের শ্যালক বলিয়ারপুর এলাকার স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন, তারা মেয়ে দেখে ফিরছিলেন। এ সময় গ্যাস নিয়ে ইউটার্ন করার সময় দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন মারা গেছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, আমরা এখনও মরদেহ পাইনি। তাই নিহত কতজন নিশ্চিত করে বলতে পারছি না। একবার শুনছিএকজন আবার শুনছি ৩ জন। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উল্টো পথে যাচ্ছিল।

Related News