সিলেটে অভিযানে গিয়ে এসিল্যান্ডের ওপর হামলা, আহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেটে অভিযানে গিয়ে এসিল্যান্ডের ওপর হামলা, আহত ২

সিলেটে অভিযানে গিয়ে এসিল্যান্ডের ওপর হামলা, আহত ২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কারে মোবাইল কোর্টের পরিচালনার সময় এসিল্যান্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার ধলাই নদীর ১০ নম্বর এলাকার বাঙ্কারে এ ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের দুই কর্মচারী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আহতরা হলেন- ভূমি অফিসের সুকুমার নম ও হাবিবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ।

বিজ্ঞাপন

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে বাঙ্কারের পাশে যাওয়া মাত্রই পাথর দিয়ে ঢিল ছুঁড়তে তাকে পাথর উত্তোলনকারীরা। তাদের ছোঁড়া ঢিলে এসিল্যান্ড অফিসের দুই কর্মচারী আহত হয়েছেন। পরে সেখান থেকে তারা দ্রুত চলে আসেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ বলেন, আমরা বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। বাঙ্কারে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এসময় পাথর দিয়ে ঢিল ছুঁড়ে দুষ্কৃতকারীরা। পরে আমরা কোনোরকমে সেখান থেকে চলে আসি।