যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-12-02 19:22:15

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সব সময় প্রস্তুত আছি। সীমান্তে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুর রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সকলের সহযোগিতা নিয়ে রংপুর থেকে মাদককে সমূলে বিনষ্ট করা হবে। অন্যথায় আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অন্যান্য এলাকার তুলনায় রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। এটা আরও ভালোর দিকে নিতে হবে। এজন্য আজকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিটিং এ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।

আশেপাশের দেশের মিডিয়াগুলো আমাদের সম্পর্কে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনারা সত্য ঘটনা গুলি প্রচার করবেন এবং অপপ্রচারের জবাব দিবেন।

দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবারে পুলিশ কনস্টেবল নিয়োগে ঝামেলা করা হয়। আমার মনে হয় না এবার কোনরকম দুর্নীতি হয়েছে। যদি কোনো রকম দুর্নীতি হয়ে থাকে আপনারা আমাদের জানালে আমরা ব্যবস্থা নিব।

বীজ আলুর কোনো সংকট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের এখানে আলুর বীজ আসে নেদারল্যান্ড থেকে। বিআরডিসি একটা দেয়। আরেকটা ব্রাকের বীজ দেয়। এর মধ্যে নেদারল্যান্ডের বীজটি সবচাইতে ভালো বীজ। গত বছর আমরা তিন হাজার টনের মত বীজ এনেছিলাম। এ বছর আমরা তার চেয়ে বেশি বীজ আনবো। বিআরডিসি বীজ ২৪ টাকা করে কিন্তু অনেক জায়গায় হয়তো বেশি দামে বিক্রি করতেছে। এজন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি মোবাইল কোর্ট করে তাদের শাস্তির আওতায় আনার জন্য।

Related News