রংপুরে বীজ আলুর দাম বেশি রাখায় দেড় লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-12-02 19:25:26

রংপুরে বিএডিসির বীজ আলু বিক্রয়ে যথাযথ রসিদ না দেয়া, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় করার অভিযোগে ১লাখ ৪০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরীর সিটিপার্ক বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রংপুর কর্তৃক অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে বিএডিসির বীজ আলু বিক্রয়ে যথাযথ রসিদ না দেয়া, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রি করায় পৃথক ৪ টি প্রতিষ্ঠানে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জরিমানা করা প্রতিষ্ঠানগুলো পারভেজ সিড স্টোরকে ৫০ হাজার টাকা, মেহেদি সীড কে ৩০ হাজার টাকা, নূর আলুর বীজ ২০ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ভান্ডারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আফসানা পারভীন। অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয় এর সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন, জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি ও আনসার সদস্য।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আফসানা পারভীন বলেন,নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বীজ আলু বিক্রি করার অভিযোগে এই অভিযান। ভোক্তা অধিকারের এরুপ অভিযান অব্যাহত থাকবে।

Related News