কুষ্টিয়ায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2024-12-11 22:25:50

কুষ্টিয়ার মিরপুরে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৯৭ বোতল ফেনসিডিলসহ রুবিনা খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকায় তার নিজ বাড়ী থেকে তাকে আটক করে।

আটককৃত মাদক কারবারী রুবিনা খাতুন উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাসান মালিথার স্ত্রী। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আসামির বাড়িতে মাদক বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক ১৯৭ বোতল ফেনসিডিলসহ নারী আসামিকে হাতেনাতে আটক করি। এ সময় ওই নারীর স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related News