ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকা দুই ফেরি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2024-12-12 11:12:12

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে দুইটি ফেরি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত এজিএম সালাম হোসেন।

তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। মধ্যরাতের পর ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দিক নির্নয় করতে না পারায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় নোঙর করে আছে দুইটি ফেরি। কুয়াশা কমে গেলে মাঝ নদীতে থাকা ফেরি দুটি পন্টুনে আনা হবে এবং পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে জানান তিনি।

Related News