রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী বনি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-12-16 09:06:32

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা পূর্বপাড়া গ্রামের জাহাঙ্গীর জাহান বনির বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী জাহাঙ্গীর জাহান বনিকে অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রোববার (১৫ ডিসেম্বর) রাত পৌঁনে ৫টার দিকে তার বসত বাড়িতে এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত বনি সরিষা পূর্বপাড়া গ্রামের ছালাম মন্ডলের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোহর সেনানিবাসের পাংশার অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জোবায়েরসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে যৌথ বাহিনী রাত পৌঁনে ৫টার দিকে জাহাঙ্গীর জাহান বনির বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ধৃত জাহাঙ্গীর জাহান বনির বসত ঘর তল্লাশীকালে তার দেখানো মতে বসত ঘরের মধ্য হতে যৌথ বাহিনী ১টি একনলা বন্দুক, ২টি কার্তুজ, ১টি হাসুয়া, ২টি দা, ২টি ছোরা, ১টি চাপাতি, ৮টি মোবাইল ফোন, ২৫টি মেমোরি কার্ড ও ১৯৯টি সিম কার্ড উদ্ধার করে।

এ ব্যাপারে পাংশা থানার এসআই মোঃ মিনহাজ উদ্দিন বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। জাহাঙ্গীর জাহান বনি এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা ধরণের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ছিল।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী জাহাঙ্গীর জাহান বনিকে অবৈধ অস্ত্র ও গুলি এবং দেশীয় অস্ত্রসহ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

Related News