মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিলরুবা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দিলরুবার স্বামী মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের সাজ্জাদুর রহমানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদুর রহমান স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ছাতিয়ান নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দিররুবা খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন। এসময় ট্রাকের চাকায় মাথা পিষ্টে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। স্থানীয়রা সাজ্জাদুর রহমানকে হাসপাতালে নিয়ে যায়।

বিজ্ঞাপন

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।