বিজয় উদযাপনে স্মৃতিসৌধে জনতার ঢল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

বিজয় উদযাপনে স্মৃতিসৌধে জনতার ঢল

বিজয় উদযাপনে স্মৃতিসৌধে জনতার ঢল

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির গৌরবের দিন। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদের শ্রদ্ধা জানাতে লাখো জনতার ঢল নেমেছে সাভার জাতীয় স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সৌধ প্রাঙ্গণ উম্মুক্ত করা হলে বাড়তে থাকে জনতার স্রোত। এ সময় বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে এসে এমন চিত্র দেখা যায়। রাজনৈতিক ব্যক্তিবর্গসহ, স্থানীয় ও দেশের দূর দূরান্ত থেকে আসা জনতার ঢল নামে স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

বিজ্ঞাপন

ভোর ৬টা ৩২ মিনিটে রাষ্ট্রপতি ও ভোর ৬টা ৪২ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক।

বেলা বাড়ার সাথে সাথে দলে দলে শ্রদ্ধাঞ্জলি নিয়ে স্মৃতিসৌধে প্রবেশ করতে থাকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক, সেচ্ছাসেবী, শ্রমিক সংগঠনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন। তাদের সবার হাতে ফুলের তোড়া।সেসব তোড়ার স্থান স্মৃতিসৌধের মুল শহিদ বেদীতে। সহস্র জনতার শ্রদ্ধার ফুলে ভরে উঠছে শহীদ বেদী।

বিজ্ঞাপন

জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের ৫৪ বছর উদযাপন করতে আসা হাজারো মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উল্লাস। তবে এর মধ্যেও ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে ভোলেননি তারা। শিশু থেকে বৃদ্ধ-অধিকাংশের হাতে লাল-সবুজের পতাকা আর বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা।

শ্রদ্ধা জানাতে আসা পোশাক শ্রমিক মোহন বলেন, আমরা যুদ্ধ করতে পারিনি। কিন্তু যারা যুদ্ধ করেছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করা আমাদের প্রয়োজন। তাই শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে আমি প্রতিবারই আসি।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে সাভারের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করছে।