ঝোড়ো ফিফটিতে শহীদ জুয়েল একাদশকে জেতালেন রফিক

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মহান বিজয় দিবসে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শহীদ জুয়েল ও মুশতাক একাদশের ব্যানারে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা নতুন কিছু নয়। আজও দুই দলের হয়ে মুখোমুখি হয়েছিলেন মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলটরা। 

সে ম্যাচে শেষ হাসি হেসেছে পাইলটের দল শহীদ জুয়েল একাদশ। শহীদ মুশতাক একাদশের করা ১৫ ওভারে ১২৮ রানকে তারা টপকে গেছে ৯ উইকেট হাতে রেখেই। 

বিজ্ঞাপন

পাইলটদের এমন বড় জয় এসেছে মোহাম্মদ রফিকের ব্যাটে চড়ে। তিনি মোটে ৩৬ বলে করেন ৫৮ রান। তার এই ইনিংসে ছিল ৬টি চার আর ২টি ছক্কা। শহীদ জুয়েল একাদশের হয়ে তার সঙ্গে আজ ওপেন করতে নেমেছিলেন এহসানুল হক। তার সঙ্গে মিলে রফিক উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন সেঞ্চুরি। 

রফিক এরপর ফিরলেও শাহরিয়ার নাফিস আর এহসানুল মিলে খেলা শেষ করে তবেই মাঠ ছাড়েন। শাহরিয়ার ১৬ ও এহসানুল ৪৩ রানে অপরাজিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে ব্যাট করতে নেমে নান্নুর দলকে দারুণ শুরু এনে দেন মেহরাব হোসেন অপি ও হান্নান সরকার। উদ্বোধনী জুটিতে অবশ্য ৫০ রান আসেনি। অপি ১৪ রানে ফেরেন। আরেক ওপেনার হান্নান আউট হয়েছেন ২৫ রানে। 

এরপর নান্নু ১২, রাজ্জাক ১৫,  হাসানুজ্জামান ১৯, মুশফিকুর রহমান বাবু ১০ এবং হাসিবুল হাসান শান্ত ১২ রান করেন। ১৫ ওভার শেষে ৫ উইকেট খুইয়ে ১২৮ রান করে শহীদ মুশতাক একাদশ।

জুয়েল একাদশের তালহা জুবায়ের ও রফিক নেন দুটো করে উইকেট। এরপর ব্যাট হাতে ফিফটি করে দলকে অনায়াস জয় এনে দিয়ে ম্যাচসেরার পুরস্কারটা তুলে নিয়েছেন মোহাম্মদ রফিক।