সৌম্য-শামীমদের লড়াইয়ে বাংলাদেশের পুঁজি ১৪৭ রানের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

কিংস্টাউনে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান করে।

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তানজিদ হাসান ৬ রান ও অধিনায়ক লিটন দাস শূন্য রানে আউট হন। সৌম্য সরকার ৩২ বলে ৪৩ রানের ইনিংস খেলে দলের স্কোর মেরামত করেন। জাকার আলি ২৭ রান করেন, তবে আফিফ হোসেন মাত্র ৮ রান করে বিদায় নেন।

বিজ্ঞাপন

শেষ দিকে মেহেদী হাসান অপরাজিত ২৬ রান এবং শামীম হোসেন ১৩ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ১৪৭ রানে পৌঁছাতে সাহায্য করেন। শামীম ৩টি ছক্কা মেরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে আকিল হোসেন ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। ওবেড ম্যাককয় ৩০ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। রোস্টন চেজ ও রোমারিও শেফার্ড একটি করে উইকেট নেন। 

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৭/৬ (তানজিদ ৬, সৌম‍্য ৪৩, লিটন ০, আফিফ ৮, জাকের ২৭, মেহেদি ২৬*, শামীম ২৭, রিশাদ ২*; আকিল ৪-১-১৩-২, ম‍্যাককয় ৪-০-৩০-২, জোসেফ ৪-০-২৬-০, শেফার্ড ৩-০-৩৩-১, মোটি ১-০-১৫-০)