জাহানারার বল হাতে দাপট, জিতল সিডনি

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাহানারা আলম

জাহানারা আলম

সিডনিতে শুরুটা বেশ ভালই হলো জাহানারা আলমের। সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে আজ রোববার মাঠে নেমেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই তারকা পেসার।

সিডনির হয়ে অস্ট্রেলিয়ার নারীদের ক্লাব টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই ঝলক দেখিয়েছেন জাহানারা। ব্যাংকসটাউনের বিপক্ষে সাত ওভারে দুটি মেডেনসহ মাত্র ১৩ রান খরচ করে দুটি উইকেট তুলে নিয়েছেন। ওভারপ্রতি ইকোনমি দুইয়ের নিচে।

বিজ্ঞাপন

আজ জাহানারার বলে আউট হওয়া ব্যাংকসটাউনের ব্যাটাররা হলেন ফেস্ট এবং স্মিথ।

সিডনির দারুণ বোলিংয়ে ৪৬.২ ওভারে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় ব্যাংকসটাউন। জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সিডনি। ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাহানারা আলমের দল।

বিজ্ঞাপন

সিডনি ক্রিকেট ক্লাবের আমন্ত্রণে সিডনির ঘরোয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন জাহানারা। ক্লাবটি অস্ট্রেলিয়ার এলিট ক্লাব পর্যায়ের কাছাকাছি মানের। এর আগে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে নারী আইপিএলে খেলেছিলেন তিনি।