বিজয় দিবসে মাঠে নামছেন রকিবুল, লিপু, নান্নুরা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

প্রতিবারের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মুক্তিযুদ্ধে শহীদ ক্রিকেট সংগঠক মুশতাক ও ক্রিকেটার জুয়েলের নামে দুটি দলের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের প্রাক্তন তারকা ক্রিকেটাররা।

১৬ ডিসেম্বর, সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়। টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে দেখা মিলবে একাধিক সাবেক ক্রিকেটারেরর। যারা এক সময় লেখেছেন বাংলাদেশ জাতীয় দলে। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া দুই ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতে এই ম্যাচের আয়োজন করে আসছে বিসিবি।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের একবারে শুরুতে ২৫ মার্চ কালরাতে নির্মমভাবে নিহত হন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুশতাক। ওপেনার ও ক্র্যাক প্লাটুনের নির্ভীক সদস্য জুয়েল মুক্তিযুদ্ধের মাঝামাঝি পাক বাহিনীর হাতে আটক হন। জুয়েলের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাদের স্মরণে বিজয় দিবসে আয়োজন করা হয় এই প্রীতি ক্রিকেট।

১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে আছেন এক সময়ের একাধিক তারকা ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

শহীদ মুশতাক একাদশ
হান্নান সরকার, ফাহিম মুনতাসির সুমিত, গাজী আশরাফ হোসেন লিপু, হাসানুজ্জামান ঝড়ু, হাসিবুল হোসেন শান্ত, আব্দুর রাজ্জাক, সাইদুল ইসলাম ইফি, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মেহরাব হোসেন অপি, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ আলী, মুশফিকুর রহমান বাবু, নাজমুল হোসেন ও সাজ্জাদ আহমেদ শিপন।

শহীদ জুয়েল একাদশ
রকিবুল হাসান, এহসানুল হক সিজান, এনামুল হক মনি, ফয়সাল হোসেন ডিকেন্স, হাবিবুল বাশার সুমন, হারুন উর রশিদ লিটন, জাভেদ ওমর বেলিম গোল্লা, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, সানোয়ার হোসেন, শাহরিয়ার নাফিস ও তালহা জুবায়ের।