উইন্ডিজকেই এগিয়ে রাখছেন অধিনায়ক লিটন

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিটন দাস

লিটন দাস

ওয়েস্ট ইন্ডিজে সময়টা ভাল কাটছে না বাংলাদেশ দলের। টেস্ট সিরিজ ড্রয়ের পর মনে হচ্ছিল প্রিয় ফরম্যাট ওয়ানডেতে দাপট ধরে রাখবে বাংলাদেশ। কিন্তু তিন ম্যাচে হেরে ধবল ধোলাই টাইগাররা। সেই ধাক্কা সামলে ওঠার সুযোগ এবার টি-টোয়েন্টি সিরিজে। সোমবার ভোরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সেন্ট ভিনসেন্টের এই মাঠটি চেনা বাংলাদেশের। এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে লাল-সবুজের প্রতিনিধিদের।

তবে চেনা থাকলেও উইকেট পাল্টে গেছে এমনটাই মনে করেন লিটন দাস। যিনি এই টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকে। নাজমুল হোসেন শান্ত ইনজুরি পুরোপুরি কাটিয়ে ওঠতে না পারায় তিনিই অধিনায়ক।

বিজ্ঞাপন

এমনিতে সেন্ট ভিনসেন্টের আর্নেস ভ্যালে গ্রাউন্ডে বিশ্বকাপে তেমন রান ওঠেনি। যদিও লিটন দাস জানালেন এখানে এবার ভিন্ন উইকেট দেখছেন তিনি, ‘দেখুন, বিশ্বকাপে যে উইকেট ছিলো আর এখন যেটি আছে তারমধ্যে একটু তফাৎ রয়েছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একরকম না। হয়তো ভিন্নভাবে বানিয়েছে তারা।’

সেন্ট ভিনসেন্টে বৃষ্টির কারণে ম্যাচের আগের দিন ঠিকঠাক মাঠেই নামতে পারেননি দল। অনুশীলন না করেই হোটেলে ফিরতে হয়েছে তাদের। অধিনায়ক লিটন যদিও এই ব্যাপারটিকে বড় করে দেখছেন না। তিনি বলছিলেন, ‘এমনিতে টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিনই হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় আর ভালো একটা সিরিজ খেলা যায়।’

বিজ্ঞাপন

হেড টু হেড টি-টোয়েন্টির রেকর্ড অবশ্য এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের দিকেই। এখন অব্দি ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ বার হেরেছে দল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৮টি টি-টোয়েন্টিতে খেলে জয় ৪টিতে।

সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়।