রাঙামাটিতে ডিবি’র অভিযান, ১৯ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক-১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদ দিয়ে বিভিন্ন নৌযান দিয়ে যাত্রীবেশি চোরাকারবারিরা প্রতিদিনই অবৈধ জিনিসপত্র পাচার করছে এমন সুনির্দিষ্ট তথ্য গোপন সংবাদের মাধ্যমে পেয়ে রাঙামাটির পুলিশ সুপার ড.ফরহাদ হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১৯ লাখ ২০ হাজার টাকার শুল্কবিহীন অবৈধ সিগারেট আটক করেছে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের ওসি দৌস মোহাম্মদ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের গীতাশ্রম কলোনীস্থ পোড়া মিল সংলগ্ন কাপ্তাই হ্রদে অবস্থানরত স্প্রিড বোটে অভিযান পরিচালনা করে বস্তা অবৈধ সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, আটককৃত ব্যক্তির নাম জুয়েল চাকমা(৩৮)। সে জুড়াছড়ি উপজেলার কসমছড়ির রনজিৎ চাকমা ও নোয়াবি চাকমার সন্তান।

তার কাছ থেকে পাওয়া সিগারেটগুলো পাটরন ব্রান্ডের এবং সবগুলো মিলে ১ লাখ ৬০ হাজার শলাকা সিগারেট, যাহার আনুমানিক বাজারমূল্য ১৯ লক্ষ ২০ হাজার টাকা।

বিজ্ঞাপন

এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিবি’র ওসি।

স্থানীয় সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতিতে শৃঙ্খলিত আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে বেশ সরগরম হয়ে চলছে অবৈধ সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য চোরাচালান কাজ কারবার।

প্রায় প্রতিদিনই নানান ছদ্মবেশে রাঙামাটির দুর্গম সীমান্ত এলাকায় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুল্কবিহীন অবৈধ সিগারেট, চা-পাতা, চিনি, দুধ পাউডার’সহ বিভিন্ন জিনিসপত্র জেলার জুরাছড়ি, বাঘাইছড়ি ও বরকলের হরিনা সীমান্ত দিয়ে চোরাচালানি সিন্ডিকেট চক্র প্রতিদিনই অবৈধ জিনিসপত্র ক্রয়-বিক্রয় পরিচালনা করছে।

সিন্ডিকেটচক্র নানান ছদ্মাবরনে রাঙামাটি থেকে প্রায় প্রতিদিনই ফুলের ঝাড়ু,মৌসুমী ফল, কাঁচামালের পাশাপাশি মাছের ট্রাকেও রাঙামাটি থেকে অবৈধ সিগারেট পাচার করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।