রংপুরে বিজয় দিবস ঘিরে প্রস্তুত শহীদ মিনার

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অধ্যায় মহান ৫৩তম বিজয় দিবস বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় রংপুরেও বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার। ধোয়া-মোছা ও নতুন রঙে সেজেছে শহীদ মিনার।

রবিবার (১৫ ডিসেম্বর) রাতের শেষ প্রহরের প্রস্তুতিকে ঘিরে সকাল থেকে শুরু হয়েছে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের কেন্দ্রীয় শহীদ মিানর সাজসজ্জার কাজ। চারিদিকে আলোকসজ্জ্বা ও নতুন রঙে সাজানো হয়েছে শহীদ মিনারকে।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবসে আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা ও উপজেলায় একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা,বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি,পুলিশ কমিশনারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক তদারকিতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিতে সরকারি-বেসরকারি ভবনগুলোতে লাল-সবুজের আলোকসজ্জার প্রস্তুতিও চলছে।

বিজ্ঞাপন

বিজয়ের ৫৩তম বার্ষিকী উপলক্ষে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। শহিদদের প্রতি শ্রদ্ধা আর বিজয়ের চেতনায় উদ্ভাসিত এই দিনটি নতুন প্রজন্মকে শেখাবে মুক্তিযুদ্ধের চেতনা।