বিএসএমএমইউতে দেহ দান করে গেছেন মুক্তিযোদ্ধা মানিক

  • স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএসএমএমইউতে দেহ দান করে গেছেন মুক্তিযোদ্ধা মানিক

বিএসএমএমইউতে দেহ দান করে গেছেন মুক্তিযোদ্ধা মানিক

প্রকৌশলী মুক্তিযোদ্ধা মাহবুব-উর-রাহমান (মানিক) ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বিএসএমএমইউতে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

তার জানাজা সোমবার (১৬ ডিসেম্বর) বাদ জোহর বিএসএমএমইউ (পিজি হাসপাতাল) কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হবে বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

মরহুম মানিক ১৯৫০ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে ছাত্র আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আহসান উল্লাহ হল শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ অপারেশনের সাথে যুক্ত ছিলেন।

সত্তর দশকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (তৎকালীন ব্যুরো) প্রারম্ভিক পর্যায় থেকে প্রকৌশলী পেশায় যুক্ত ছিলেন। ১৯৮৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি নিউজিল্যান্ড, ফিজি, ভিয়েতনাম, উজবেকিস্তান, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।