ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া গতির অজ্ঞাত এক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুর সদর পশ্চিম আলীপুরের খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪২) ও চরভদ্রাসনের খালাশীডাঙ্গী গ্রামের পরশ কাপাশীর ছেলে গোপি কাপাসিয়া (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো: রোকিবুজ্জামান। প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ফরিদপুর থেকে ভাঙ্গা গামী একটি মোটরসাইকেল যোগে দুইজন আরোহী আসছিলেন। পথিমধ্যে একই দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলটকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মোটরসাইকেলসহ দুই আরহী। এসময় ঘটনাস্থলে একজন নিহত হয় ও অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার এস আই আব্দুল্লাহেল বাকি জানান, নিহত দুইজনের মরদেহ ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. খালিদ মাতুব্বর (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মারা গেছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ মাতুব্বর নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের মধ্য বালিয়া গ্রামের মো. বিলায়েত মাতুব্বরের ছেলে। সে নগরকান্দা আইডিয়াল স্কুলের অস্টম শ্রণির শিক্ষার্থী বলে জানা গেছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ শিক্ষার্থী খালিদ ও তার বন্ধু ফেরদৌস নগরকান্দা বাজার থেকে মোটরসাইকেলে কর মুকসুদপুরে যাচ্ছিলেন। পথে নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের কলেজ বালিয়া এলাকায় তাদের বহন করা মোটরসাইকেলটি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খালিদের দেহ মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফেরদৌসকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো শরিফুল ইসলাম বলেন, ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাথা বিচ্ছিন্ন হয়ে এক তরুণ ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।