ভালুকায় ২ দোকান আগুনে পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকরা।

অগ্নিকাণ্ডের খবরে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাজীর বাজার এলাকায় মসজিদ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন সিনিয়র অফিসার আতিকুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যাবে। মার্কেটিতে জামান এন্টারপ্রাইজ নামে একটি রড, সিমেন্ট, ইলেকট্রনিক ও প্লাস্টিকের দোকান ও একটি মহিলা মাদ্রাসা ছিলো।

বিজ্ঞাপন