মৃদু ভূমিকম্পে কাঁপল রংপুর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

রংপুরে মৃদু ভূমিকম্পে চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিট সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর স্থায়িত্ব ছিল প্রায় ৩৫ সেকেন্ড। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের দক্ষিণ হিলসে।  

বিজ্ঞাপন

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান। 

বিষয়টি নিয়ে তিনি বলেন, চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয়ের পশ্চিম গেরো পাহাড়ে। যা ঢাকার থেকে ২০৮ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের আঘাত খুবই মৃদু হওয়ায় কোথাও কোনো বড় ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পটি প্রায় ৩৫ সেকেন্ড স্থায়ী হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে গত ২১ নভেম্বর ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল রংপুর।