বাগেরহাটে বিএনপি'র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

১৪৪ ধারা জারি/ছবি: সংগৃহীত

১৪৪ ধারা জারি/ছবি: সংগৃহীত

বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায় মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে বাগেরহাট- ২ আসনের সাবেক এমপি জেলা বিএনপি সাবেক সভাপতি এম এ এইচ সেলিমের সংবর্ধনা অনুষ্ঠানের পার্শ্ববর্তী মাঠে উপজেলা বিএনপি পাল্টা জনসভা আহবান করায় উভয় স্থানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বোয়ালমার্ক মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন এবং বোয়ালমার্ক রসিক লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠেসহ সংলগ্ন এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ স্বাক্ষরিত ১৪৪ ধারা জারির আদেশে বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুয়া উপজেলার বোয়াল মাঠে মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠ সাবেক এমপি এমনি এম এ এইচ সেলিমের সংবর্ধনা এবং পার্শ্ববর্তী রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে একই সময়ে কচুয়া উপজেলা বিএনপি সমাবেশ আহবান করায় জানমালের ক্ষতি প্রতিরোধ আইন শৃঙ্খলা রক্ষায় উভয় স্থানের জনসমাগম, সভ সমাবেশ ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হলো। উভয় স্থান ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হলো।