গোলান পরিকল্পনায় ‘সীমান্ত প্রসারিত’ করতে চাইছে ইসরাইল: তুরস্ক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

সীমানা প্রসারিত করার লক্ষ্যে অধিকৃত ও সংযুক্ত গোলান মালভূমিতে বসবাসকারী জনসংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছে ইসরায়েল বলে জানিয়েছে তুরস্ক। ইসরায়েলের এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে আঙ্কারা। 

সোমবার (১৬ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি জানায়।

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে বলা হয়, সিদ্ধান্তটি দখলদারিত্বের মাধ্যমে সীমানা সম্প্রসারণের ইসরাইলি লক্ষ্যের একটি নতুন ধাপ। এতে সতর্ক করে দিয়ে বলা হয়, পরিকল্পনাটি বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর প্রতিবেশী সিরিয়ায় স্থিতিশীলতা আনার প্রচেষ্টা ‘গুরুতর ব্যাহত’ করবে।

ইসরায়েলের এই পদক্ষেপটি একটি গুরুতর উদ্বেগের সৃষ্টি করবে। যা ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি লঙ্ঘন করে বিচ্ছিন্নতার এলাকায় ইসরায়েলের প্রবেশ, সংলগ্ন এলাকায় তার অগ্রগতি এবং সিরিয়ায় বিমান হামলার সাথে সম্পর্কিত- বলেও বিবৃতিতে জানানো হয়।

বিজ্ঞাপন