অবৈধপথে ভারত যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক ৬

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সস্তামোড়া সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, নরসিংদীর বেলাবো উপজেলার দড়িকান্দি গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৬), একই জেলার রায়পুরা উপজেলার জালাল উদ্দিনের ছেলে মো. আসাদ মিয়া (৩০), হবিগঞ্জের বানিয়াচংয়ের মৃত সুরেন্দ্র দাসের ছেলে সুকুমার দাস (৬৫), তার ভাই মনিন্দ্র চন্দ্র দাস (৬৭), মনিন্দ্র চন্দ্র দাসের স্ত্রী বাসন্তী রানী (৬০), একই জেলা সদরের ইনায়েতগঞ্জের সুধীর চন্দ্র রায়ের ছেলে রিন্টু রায় (৩৫)।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটকরা জানিয়েছেন, তারা প্রতি জনে ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতের আগরতলায় আত্মীয়ের বাসায় বেড়ানোর উদ্দেশে যাচ্ছিলেন। এসময় ধর্মঘর বিওপির টহলদলের সদস্যরা তাদের আটক করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন