‘এই বিজয় দিল্লির নয়, এদেশের মা মাটি মানুষের’
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এতে, জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য এ এস এম সুজা উদ্দিন বলেন, ৭১ ও ২৪ প্রতিটা বিজয় মা মাটি মানুষের প্রাণের বিনিময়ে অর্জন করেছে এদেশের মানুষ।
তিনি বলেন, যেকোন দেশের সাপোর্টার হিসাবে তার পলিসিতে মানবিক রাষ্ট্র হিসাবে এগিয়ে আসতে পারেন, যেটা জাতিসংঘের নিয়ম সেই অনুসারে পাশে দাঁড়াতে পারেন। কিন্তু তাই বলে একজন ফ্যাসিস্ট সরকারকে আশ্রয় দিয়ে গণমানুষের বিজয়কে নিজেদের বিজয় বলে দাবি করা মোটেও ঠিক নয়, যা ভারতের নরেন্দ্র মোদি তার এক টুইটে বলেছেন। এই বিজয় দিল্লির নয়, এটি এদেশের মা মাটি ও মানুষের যেখানে মোদি সরকারের কোন ভূমিকা নেই।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে এক বর্ণিল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ শোভাযাত্রা শহরের হলিডে মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ হয়।
শোভাযাত্রায় জাতীয় নাগরিক কমিটির জেলা ও উপজেলা ইউনিটসমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিন এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, "১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ আমাদের জাতীয় জীবনের ৩টি ঐতিহাসিক মাইলফলক।
১৯৪৭ এ আমরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করি। প্রায় ২০০ বছরের গোলামীর জিঞ্জির থেকে আমরা যে অভিপ্রায়ে পাকিস্তান রাষ্ট্রের অংশ হয়েছিলাম তা আসলে কাঙ্ক্ষিত মুক্তি ছিলো না। এ কারণে সংগ্রামের পথ পরিক্রমায় হাজির হয় ১৯৭১!
১৯৭১ এ বাঙ্গালি জাতি পাঞ্জাবি শাসকগোষ্ঠীর নব্য ঔপনিবেশিক শোষণের কবল থেকে মুক্ত হয় ৭১ এর দীর্ঘ নয় মাসের প্রলয়ংকারী জনযুদ্ধের মধ্য দিয়ে। ৭১ এর এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করি এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করি। কিন্তু এ রাষ্ট্রের উষালগ্নে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের যে বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার করা হয়েছিলো, তা থেকে আমরা বিচ্যুত হই। যে কারণে ২০২৪ এ ছাত্র-নাগরিকের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট অভ্যুত্থান ঘটে এবং জাতি আজ নতুন রাজনৈতিক দিশার সন্ধান করছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ তুলছে। স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুনভাবে জাগ্রত হচ্ছে।
তাই, ৪৭, ৭১ ও ২৪ আমাদের ঐতিহাসিক আত্মপরিচয়ের গৌরবোজ্জ্বল টাইমলাইন। জাতীয় নাগরিক কমিটি এ টাইমলাইন সমুন্নত রেখে সংহতি, প্রতিরোধ ও পুণর্গঠনের মধ্য দিয়ে এক আত্মপ্রত্যয়ী স্বনির্ভর বাংলাদেশ গঠনের সংকল্প করছে।"