বিজয় দিবসের মূল শিক্ষা ঐক্যবদ্ধ থাকা: চসিক মেয়র

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-16 10:45:14

বিজয় দিবসের মূল শিক্ষা হলো ঐক্যবদ্ধ থাকা, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ডিসি পার্কের দক্ষিণ পাশে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় মেয়র বলেন, বিজয়ের ৫৩ বছর পার হলেও মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। আমরা এখনো গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য সংগ্রাম করছি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারলেই বিজয়ের প্রকৃত সুফল পাওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, ভোটাধিকারের সুরক্ষা, এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানের সংস্কার জরুরি। একটি প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করতে পারবে।

বিজয় দিবসের শিক্ষা প্রসঙ্গে মেয়র বলেন, আজকের দিনটি আমাদের ঐক্যের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। ৭১-এর বিজয় হোক বা ছাত্র-জনতার ঐক্যের বিজয়, সবকিছুই আমাদের ঐক্যবদ্ধ থেকে মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রেরণা দেয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে টাইগারপাসে চসিক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র। এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

Related News