আমাদের শপথ হোক বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের: মুশফিকুল ফজল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-16 15:29:00

মহান বিজয় দিবসের এই দিনে উদার গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

তিনি বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হোক—একটি উদার, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ। যে রাষ্ট্রে বিজয়ের সুফল ভোগ করবে সকল মানুষ, আর প্রতিটি প্রাণ হবে সমান মর্যাদার অধিকারী। মুশফিকুল ফজল আনসারী তার ফেসবুক পোস্টে এসব লিখেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) মুশফিকুল ফজল আনসারী তার ফেসবুক পোস্টে লিখেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। কিন্তু সেই বিজয় যখন শৃঙ্খলের আঘাতে নত এবং ক্ষতবিক্ষত, তখন ২৪’র জুলাইয়ে আমাদের তাজাপ্রাণরা বুকচেরা রক্তধারায় এই বিজয়কে আগলে ধরেছে।

বিজয়ের এই মহিমান্বিত দিনে, মনে পড়ে বীরশ্রেষ্ঠ হামিদুর, নূর মোহাম্মদ, মুন্সি আবদুর রউফদের বীরত্ব গাঁথা, আর স্বাধীনতার ঘোষণা দিয়ে রনাঙ্গনে ঝাঁপিয়ে পড়া সেদিনের বিজয়ী বীর মেজর জিয়া, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী। একই সঙ্গে ভেসে উঠছে আবু সাঈদ, মুগ্ধ, ফাইয়াজ এবং ইলিয়াস আলীর দ্রোহের দীপ্তিময় মুখ। একদিকে স্বাধীনতা অর্জনের বিজয় আমাদের জাতিসত্তার উন্মেষের প্রতীক, আর অন্যদিকে স্বাধীনতা রক্ষার সংগ্রামের বিজয়, আমাদের গৌরবময় অর্জনকে আগলে রাখার রক্তস্নাত অঙ্গীকার।

আজকের এই দিনে আমাদের শপথ হোক—একটি উদার, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ। যে রাষ্ট্রে বিজয়ের সুফল ভোগ করবে সকল মানুষ, আর প্রতিটি প্রাণ হবে সমান মর্যাদার অধিকারী।

Related News