ফরিদপুর-কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-17 16:08:57

ফরিদপুর ও কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ড. মো. মোখলেছ উর রহমান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

বর্তমানে বাংলাদেশে আটটি প্রশাসনিক বিভাগ আছে। পার্শ্ববর্তী জেলার কিছু অংশও প্রস্তাবিত ফরিদপুর ও কুমিল্লা বিভাগের সঙ্গে একীভূত হতে পারে।

ড. মো. মোখলেছ উর রহমান বলেন, সারাদেশের মানচিত্র পর্যালোচনা করে আমরা ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করতে একমত হয়েছি। সরকার ইচ্ছা করলে এই সুপারিশ বাস্তবায়ন করতে পারে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে এই দুই জেলাকে দুই বিভাগ করার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। গত নভেম্বরে মন্ত্রিসভার বৈঠকে এই নতুন বিভাগ সৃষ্টির প্রস্তাব আবার উত্থাপিত হলেও অর্থনৈতিক মন্দার কারণে তা বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, কমিশন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের বর্তমান কাঠামো বজায় রাখার প্রয়োজনীয়তা দেখছে না। পরিবর্তে গুরুত্বপূর্ণ এই দুই খাত পরিচালনার জন্য পৃথক সংস্থা গঠনের প্রস্তাব দেবে কমিশন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য জনগণের জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। কমিশন এই খাতগুলোতে কর্মরত পেশাদারদের জন্য বিশেষ সুবিধা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করবে।

Related News