মেট্রোরেলে একক যাত্রায় কার্ডের পরিবর্তে বিকল্প পদ্ধতি

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মেট্রোরেলে একক যাত্রায় কার্ডের পরিবর্তে আসছে বিকল্প পদ্ধতি

মেট্রোরেলে একক যাত্রায় কার্ডের পরিবর্তে আসছে বিকল্প পদ্ধতি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) যাত্রীসেবার মান উন্নয়নে এবার একক যাত্রা টিকেটের পরিবর্তে বিকল্প পদ্ধতির (কিউ আর কোড চালু) মাধ্যমে ভ্রমণের ব্যবস্থা করেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডিএমটিসিএল’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

ডিএমটিসিএল ফেসবুক পেজে জানায়, ‘ডিএমটিসিএল এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যাত্রী বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদা মতে গুরুত্বপূর্ণ যাত্রী বহুল মেট্রো স্টেশনসমূহে সিঙ্গেল জার্নি টিকেট ইস্যু করতে অধিক সময় লাগছে। এছাড়া সিঙ্গেল জার্নি টিকেট নির্দিষ্ট স্লটে জমা না পাওয়ায় এবং যৌক্তিক কারণে বেশ কিছু টিকিটের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ায় সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে।’


‘এ সমস্যার সমাধানে দ্রুত সিঙ্গেল জার্নি টিকিট সংগ্রহ করা হচ্ছে। এছাড়া বিকল্প পদ্ধতি কিউ আর কোড চালুর মাধ্যমে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে। আশা করা যায় ডিসেম্বর ২০২৪ এর শেষ নাগাদ পরিস্থিতির উন্নতি হবে।’

বিজ্ঞাপন

যাত্রীগণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

এছাড়া যাত্রীগণকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে স্টেশনে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।