শীতে উষ্ণতা ছড়াচ্ছে শেকৃবির ‘আলোকিত মানুষ’

  • শেকৃবি প্রতিনিধি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শীতে উষ্ণতা ছড়াচ্ছে শেকৃবির ‘আলোকিত মানুষ’

শীতে উষ্ণতা ছড়াচ্ছে শেকৃবির ‘আলোকিত মানুষ’

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গরিব-দুঃখী এবং শীতার্ত মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আলোকিত মানুষ’।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বস্তিবাসী, বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডাইনিং ও ক্যান্টিনের শিশুদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো.আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো.আরফান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন, আলোকিত মানুষের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. তাহমিনা আক্তার চীপ মডারেটর প্রফেসর ড. জসিম উদ্দীন ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘আলোকিত মানুষের গরীব দুস্থদের সাহায্য করার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তারা নিজেদের অর্থায়নে যে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। তাদের কাজে আমরা আনন্দিত। আলোকিত মানুষ যেন গরীব বাচ্চাদের পড়াতে পারে সে জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের জন্য রুমের ব্যবস্থা করা হবে।’