পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, পটুয়াখালী | 2024-12-17 20:28:34

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে কেন্দ্রটির প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদন বন্ধ করা হয়। এর আগে, গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদনও বন্ধ রাখা হয়েছিল।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর নির্দেশনায় পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন স্থাপনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আবদুল মাওলা জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে।

এ প্রসঙ্গে প্রকল্প কর্মকর্তা শাহ আবদুল মাওলা বলেন, ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিট বন্ধ করা হয়েছিল। গতকাল পিডিবি’র নির্দেশে প্রথম ইউনিটও বন্ধ করা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী সাত দিনের মধ্যে পুনরায় উৎপাদন শুরু হবে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের পাশে নির্মাণাধীন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের কাজ প্রায় শেষ পর্যায়ে। জানুয়ারি মাসের শুরুতেই এটি পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। এ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, সুইচিং পয়েন্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর নির্মাণ শেষ হয়েছে। সবকিছু সঠিকভাবে সম্পন্ন হলে জানুয়ারির প্রথম দিকে উৎপাদন শুরু হবে।

তিনি বলেন, পায়রা বিদ্যুৎকেন্দ্র দেশের অন্যতম বড় বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, যা বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাময়িক বন্ধ হলেও এটি দেশের বিদ্যুৎখাতের উন্নয়নে একটি বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Related News