টেকনাফের পাহাড়ে বন্য হাতির বাচ্চা প্রসব, মা হাতির মৃত্যু
জাতীয়
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ে এক বন্য মা হাতি বাচ্চা প্রসব করার সময় মৃত্যু হয়েছে। পরে একটি হাতি বাচ্চা (শাবক) বন বিভাগের সদস্যরা উদ্ধার করেন।
রবিবার (৫ জানুয়ারি) বিকালের দিকে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড় থেকে হাতির বাচ্চা শাবকটা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং রেঞ্জ অফিসার মো. মিনার চৌধুরী।
বিজ্ঞাপন
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে একটি বন্য মা হাতি বাচ্চা শাবক প্রসব করার সময় মা হাতি'র মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে বিকালে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতির বাচ্চা শাবক টি উদ্ধারের পরে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। এবং মৃত্যু হাতি'টা মাটি চাপা দেওয়া হবে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া হাতির বাচ্চা শাবকটি ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হবে।
করতে হয়নি জমি চাষ। মাঠে আমন ধান থাকতেই বপন করা হয় বীজ। ধান কাটার পর চোখে পড়ে সরিষা গাছ। এভাবে বিনা চাষে সরিষা আবাদ করে সাফল্য পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরের কৃষকরা। এ পদ্ধতিতে চাষ করে তিন ফসলি ধানি জমি থেকে বাড়তি ফসল হিসেবে বিপুল পরিমাণ সরিষা উৎপাদন হচ্ছে এখানে। ফলে বাড়তি উপার্জন করতে পারছেন এখনকার কৃষকরা। এই পদ্ধতি ‘রিলে’ পদ্ধতি হিসেবে পরিচিত।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের কৃষকরা জানান, রিলে পদ্ধতিতে সরিষা চাষে প্রতি বিঘায় মাত্র ১ হাজার টাকা খরচ হয়। সেখানে প্রতি বিঘায় সরিষা পাওয়া যায় ৪ মণ। যার বাজারমূল্য ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা। স্থানীয় কৃষি অফিস জানায়, রিলে পদ্ধতিতে চাষাবাদ এ উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। রিলে পদ্ধতিতে একজন কৃষক সরিষার চাষ করে খরচ বাদে প্রতি হেক্টর জমিতে ৭০-৮০ হাজার টাকা লাভবান হবেন । ৭০-৭৫ দিনের মধ্যে কৃষক তার ফসল ঘরে তুলতে পারবেন। এছাড়া আমন এবং বোরো চাষের মাঝখানে যে সময়টুকু কৃষকের জমি খালি বা পতিত থাকে, সেই সময় টুকুতে অতিরিক্ত একটি ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকও অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং দেশের ফসল উৎপাদনও বৃদ্ধি পাবে।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, রিলে পদ্ধতিতে সরিষা চাষাবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকরা বিনা চাষে সরিষা আবাদের দিকে ঝুঁকছেন। আগামীতে বেশির ভাগ তিন ফসলি জমি বিনা চাষে সরিষা আবাদের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে রিলে পদ্ধতিতে সরিষা আবাদের মধ্য দিয়ে একটা নতুন সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। আমন মৌসুমে ধান আবাদের পরে যখন জমি পতিত থাকে তখন এ সময়টা আমরা কৃষকদের রিলে পদ্ধতিতে সরিষার চাষে উদ্বুদ্ধ করেছি। রিলে চাষের মাধ্যমে কৃষকরা এখন থেকে বছরে দুইটা ফসলের পরিবর্তে তিনটা ফসল পাবে তিনি আরো বলেন, এ পদ্ধতিতে একটি ফসল জমিতে থাকাকালীন বিনা চাষে অন্য একটি ফসল রোপণ করা হয়। যার ফলে অর্থ ব্যয় ও পরিশ্রম অনেক কম হয়। আর এ পদ্ধতিতে যে ফসলগুলোর আবাদ হয় তারমধ্যে অন্যতম হলো ধানের সাথে সরিষা চাষ। সাধারণত ধান কর্তনের ১৫ দিন পূর্বেই ধানের জমিতে সরিষা বীজ ছিটিয়ে দিতে হয়।
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার এলাকার গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ করছে।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের কমলা। প্রতিটি গাছে প্রচুর পরিমাণ কমলায় ডাল গুলো নুয়ে পড়েছে মাটিতে। এক অন্যরকম দৃশ্য! নিজ বাড়ির আঙ্গিনায় চায়না জাতের কমলার বাগান করেছেন এক শিক্ষক দম্পতি। এই দৃশ্য দেখতে তার বাড়িতে ভিড় করছেন মানুষ। কয়েক বছর থেকে কমলা চাষ করে বেশ পরিচিতি লাভ করেছেন এই শিক্ষক।
শিক্ষক দম্পতি খলিলুর রহমান ও ফাতেমা খাতুন মজুমদারের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামে। খলিলুর রহমান পেশায় মোজাম্মেল হোসেন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার স্ত্রী ফাতেমা খাতুন মজুমদার পশ্চিম সারডুবি পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সহকারী শিক্ষক। বাগানে চায়না জাতের কমলার পাশাপাশি নাগপুরি, দার্জিলিং চায়না থ্রি জাতের কমলার গাছও রয়েছে। শিক্ষকতার পাশাপাশি কমলা চাষে তার সাফল্য ঐ এলাকার মানুষদের অণুপ্রেরণা যোগাচ্ছে। ফলে, তার কমলা বাগান দেখে অনেকেই কমলা চাষের আগ্রহ প্রকাশ করছেন।
শনিবার(৪ জানুয়ারি) তার এই বাগান ঘুরে দেখেন প্রতিবেদক। বাগানের মালিক জানান, ২০১১ সালে এক বিঘা জমিতে দার্জিলিং জাতের কমলা চারার বাগান দিয়ে যাত্রা শুরু। ৪ বছর পর ১৫২টি গাছে ফল আসে। এর পর ২০২০ সালে প্রায় একর জমিতে চায়না জাতের ৪০০ কমলা গাছের বাগান তৈরি করেন। তিন বছর পর ২০২৪ সালের শেষের দিকে প্রতিটি গাছে আশানুরূপ ফল এসেছে। বর্তমানে কমলার রং হলুদ আকার ধারণ করেছে। এ পর্যন্ত বাজারে প্রায় লক্ষাধিক টাকার কমলা বিক্রি করেছেন তিনি। কমলা চাষে জাতীয় পুরস্কারও পেয়েছেন তারা।
খলিলুর রহমান বলেন,কমলা বাগান করার তিন বছর পর প্রচুর পরিমাণে কমলা ধরেছে। নিজ পেশার পাশাপাশি কমলা বাগান করলে ফলের চাহিদা পূরণ হবে। পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হওয়া যাবে। আপনারা বাগান দেখতে আসুন, ফল খান, আপনারও বাগান করুন।
ফাতেমা খাতুন মজুমদার বলেন, শখের বসে শিক্ষকতার পাশাপাশি কমলা চাষ করছি। ২০১১ সালে কমলা বাগান করার পর থেকে কৃষি বিভাগের সহযোগিতা পেয়েছি। তাদের সহযোগিতায় কমলা বাগানে সফলতা আসে। জাতীয় কৃষি পুরস্কার পাওয়ার পর কমলা চাষে আরো আগ্রহ বেড়ে যায়।
প্রতিবেশী আনোয়ার হোসেন বলেন, এই এলাকায় এত ভালো কমলা হবে আগে জানা ছিলোনা। আমাদের এলাকার কমলা বাগান আমাদেরকে গর্বিত করেছে। এতো সুন্দর একটি কমলা বাগান। এটি দেখে এলাকার অনেকেই বাগান করার সিদ্ধান্ত নিয়েছে।
হাতীবান্ধা উপজেলার কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, কমলা বাগানটি আমরা পরিদর্শন করেছি। বাগানে প্রচুর পরিমাণে কমলার ফলন হয়েছে। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহযোগিতা করে আসছি।
অবশেষে চিকিৎসার জন্য আজ বিদেশ যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে। সেখানে তিনি ভিআইপি প্রটোকল পাবেন।
সাবেক এই প্রধানমন্ত্রীকে বহন করার জন্য ইতোমধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ-সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে।
জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, লন্ডন ক্লিনিক বলে একটা পুরোনো ঐতিহ্যবাহী হসপিটাল আছে। সেই হসপিটালে এটি এনএইচএস-এর অধীন একটি হসপিটাল। সেখানে তাকে (খালেদা জিয়া) ভর্তি করা হবে। হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। এই হসপিটালে উনি চিকিৎসাধীন থাকবেন।
খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, ১০ জানুয়ারি রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন খালেদা জিয়া। রাত ৯টায় বিমানবন্দরে উপস্থিত ও ইমিগ্রেশন সম্পন্ন করবেন।
খালেদার সফরসঙ্গী হিসেবে থাকবেন, তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসা ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ ও ডা. মোহাম্মদ আল মামুন।