থাইল্যান্ড সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-17 18:35:13

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা জন্য ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড। আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বুধবার (১৮ ডিসেম্বর) ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড। ব্যাংককে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, চীন, লাওস ও কম্বোডিয়াকে রাখা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ওই বৈঠকে যোগ দেবেন।

বৈঠকে আলোচনার বিষয়ে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মূলত মিয়ানমারের পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। মিয়ানমারের চলমান অস্থিরতাকে কেন্দ্র করে মানবপাচার, চোরাচালান, মাদকসহ নানাবিধ অপরাধ বেড়ে চলেছে। এসব বিষয় আলোচনায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Related News