স্মৃতিসৌধ থেকে আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা মামলায় চালান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা ২৪.কম, সাভার (ঢাকা) | 2024-12-17 20:30:12

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হওয়া আওয়ামীলীগ নেতাকর্মীদের হত্যা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে চালান করেছে পুলিশ। বিজয় দিবস উপলক্ষ্যে স্মৃতিসৌধে উপস্থিত হলে সেখান থেকে তাদের আটক করেছিল পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানাধীন জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে জুলাই-আগষ্টের আন্দোলন ঘিরে আশুলিয়া থানায় দায়ের হওয়া পৃথক মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান (৬৮), তাইজুল ইসলাম(৩৬), সালাউদ্দীন (৫২), মিল্টন সূত্রধর (৩০), সেলিম হোসেন (২০), সাহিবুল ইসলাম সিয়াম(২০) ও রানা হাওলাদার (৩০)। রানা হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় ও বাকিদের পৃথক হত্যামামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও তাইজুল ইসলামকে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বাকিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

স্মৃতিসৌধ থেকে মাহবুবুর রহমানের সাথে তার মেয়ে মহিমা রহমানকেও (২২) আটক করা হয়েছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাশকতা কিংবা হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্ট না পেয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই সাভারের (ঢাকা-১৯) সদ্য সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের কর্মী। তার নির্দেশেই বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিলেন তারা।

এছাড়া বিজয় দিবসে আওয়ামীলীগের দুটি দল স্মৃতিসৌধে অনেকটা অগোচরে শ্রদ্ধা জানিয়ে বের হয়ে যায়।

কোর্ট পুলিশ জানিয়েছে, আসামি মাহবুবুর রহমান ও তাইজুলের দুইদিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। বাকিদের জেল হাজতে পাঠানো হয়েছে রিমান্ড শুনানি হয়নি।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। জুলাই-আগস্ট হত্যাকান্ডে তারা জড়িত এমন তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাদের কেউ এজাহারনামীয় আসামী নন।

Related News