পটুয়াখালীতে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালীতে জেলা জজের ড্রাইভার পরিচয়ে হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুস সোবাহান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে আব্দুস সোবাহান জানান, তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা (ক্যাশ) পদ থেকে অবসর গ্রহণের পর পটুয়াখালী পৌরসভায় ২০ লাখ টাকায় ৫ শতাংশ জমি কেনেন। সেখানে বাড়ি নির্মাণ করতে গেলে অজ্ঞাত ব্যক্তিরা বাধা দেয়। স্থানীয় থানায় অভিযোগ করলে তদন্তে আসা পুলিশ কর্মকর্তাদেরও পিছু হটতে বাধ্য করেন মো. জলিল রাঢ়ী, যিনি নিজেকে জেলা জজ আদালতের স্পেশাল জজের ড্রাইভার হিসেবে পরিচয় দেন।

তিনি অভিযোগ করেন, আপোষের নামে জলিল রাঢ়ী ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে প্রাণ নাশের হুমকিতে পড়ে ২ লাখ ৫০ হাজার টাকা দিয়েও সমস্যার সমাধান হয়নি। টিনের ঘর তৈরি ও সীমানা প্রাচীর নির্মাণের পর আবার বাধা দিয়ে ১০ লাখ টাকা দাবি করেন জলিল। জমি দখলের সময় তিনি প্রাচীর ভেঙে ফেলে, টিন, লোহার গেট, সিমেন্ট ও ইট লুট করে নিয়ে যান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সোবাহান আরও জানান, জমি দখল রোধে থানায় অভিযোগ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তাঁর অভিযোগ, জলিল ও তাঁর দলবল দেশীয় অস্ত্র নিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

অন্যদিকে জলিল রাঢ়ীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জমি নিজের পৈত্রিক সম্পত্তি বলে দাবি করেন এবং কোনো সুনির্দিষ্ট তথ্য না দিয়ে ফোন কেটে দেন।

ভুক্তভোগী পরিবার প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জলিল রাঢ়ীর দখলবাজি থেকে রক্ষা এবং ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন।