শামীমের ব্যাটে চড়ে ১২৯ রানের পুঁজি বাংলাদেশের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রথম ম্যাচে যেখানে শেষ করেছিলেন শামীম পাটোয়ারী, সেখান থেকেই যেন দ্বিতীয় ম্যাচটা শুরু করলেন। পারফর্ম করলেন অবিকল প্রথম ম্যাচের মতো করেই। দলের ব্যাটিং অর্ডার শুরুতে বিপর্যস্ত হলেও শেষ পর্যন্ত শামীমের ব্যাটে চড়েই বাংলাদেশ আজ সংগ্রহ করেছে ৭ উইকেটে ১২৯ রান।

টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। অধিনায়ক লিটন দাস ১০ বল খেলে মাত্র ৩ রান করে স্টাম্পড হন। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তানজিদ হাসান (২ রান) ও সৌম্য সরকার (১১ রান) দ্রুত ফিরে যান।

বিজ্ঞাপন

মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। মিরাজ ২৫ বলে ২৬ রান এবং জাকের ২০ বলে ২১ রান করেন। তবে ইনিংসের শেষদিকে শামীম হোসেনের বিধ্বংসী ব্যাটিং বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। শামীম মাত্র ১৭ বলে ৩৫ রান করেন, যেখানে ছিল ২টি চার ও ২টি ছক্কা। তার সঙ্গে তানজিম হাসান সাকিব ১১ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে গুডাকেশ মোতি ছিলেন সবচেয়ে সফল, ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া আকিল হোসেন, আলজারি জোসেফ, রোস্টন চেজ ও ওবেড ম্যাককয় প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।

বিজ্ঞাপন