বসুন্ধরাকে হারিয়ে দিল ফর্টিস

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত

সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এবারের মৌসুমটা মোটেও ভালো কাটছে না। আজ ফেডারেশন কাপের ম্যাচে ফর্টিস এফসির কাছেও ২-০ গোলে হেরে বসেছে দলটা।

নতুন কোচ ভ্যালেরি তিতের অধীনে সময়টা ভালো কাটছে না তাদের। রোমানিয়ান এই কোচের অধীনে বিপিএলের চ্যাম্পিয়ন দলটা আগেই এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় নিয়েছিল।

বিজ্ঞাপন

এরপর লিগের শুরুটা তারা করেছিল মোহামেডানের কাছে হেরে। তারপর এবার ফেডারেশন কাপেও দলটা হারের কবলে পড়ল।

আজ নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল দুই দলই। তবে কেউই গোলের দেখা পায়নি এই অর্ধে।

বিজ্ঞাপন

ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলার রঙ বদলে যায়। ৭১ মিনিটে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন জাসুর জুমায়েভ। এর ৭ মিনিট পর মোহাম্মদ আবদুল্লাহর গোলে হার নিশ্চিত হয়ে যায় বসুন্ধরার।