রাব্বির ব্যাটে ৩৯ বলে ৮২, তারপরও হারল দল

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহফুজুর রহমান রাব্বি

মাহফুজুর রহমান রাব্বি

হতাশা ছুঁয়ে যেতেই পারে মাহফুজুর রহমান রাব্বিকে। কী দারুণ লড়াই করলেন। কিন্তু শেষ বলে এসে একটুর জন্য মিলল না সমীকরণ!
জিততে ৬ বলে চাই ২৪ রান, সেই লক্ষ্যটা ব্যাটে ঝড় তুলে প্রায় পূরণ করেই ফেলেছিলেন রাব্বি। কিন্তু রোমাঞ্চ ছড়ালেও সিলেট পারল না। রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয় তুলে নিল ঢাকা মেট্রো।

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর বিপক্ষে সিলেটের জিততে দরকার ছিল ১৫৭ রান। কিন্তু ৭৮ রান তুলতেই শেষ ৭ উইকেট। তখনই অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির লড়াকু ব্যাটিং। শেষ ৬ বলে ২৪ রানের কঠিন সমীকরণ প্রায় মিলিয়েই ফেলেছিলেন।

বিজ্ঞাপন

প্রথম তিন বলে দুই ছক্কায় ১২ রান। এরপর শেষ ৩ বলে দরকার ১২ রান। তখনই মিড অফে উড়িয়ে মারেন বাপ্পী, যোগ হয় ২। পঞ্চম বলে একই জায়গায় দিয়ে ছক্কা। শেষ বলে জিততে চাই ৪ রান। শহিদুলের লো ফুলটসে ২ রানের বেমি নিতে না পারায় ১ রানের আক্ষেপে শেষ হয় লড়াই।

৩৯ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন সিলেট অধিনায়ক মাহফুজুর। তবে দলকে জেতাতে না পেরে হতাশই হলেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলকে ১ রানে হারায় ঢাকা মেট্রো।

বিজ্ঞাপন

এই হারে সিলেট বিভাগ জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়ল। স্বাগতিকদের হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ পর্ব নিশ্চিত হলো ঢাকা মেট্রোর। টানা পাঁচ জয়ে সবার আগে প্লে-অফে উঠে গেছে রংপুর বিভাগ।