সেঞ্চুরি করে পিচেই গড়াগড়ি খেলেন এনামুল
দিনদুয়েক আগে এক সাক্ষাৎকারে এনামুল হক বিজয় বিস্ফোরক এক মন্তব্যই করে বসেছিলেন। জানিয়েছিলেন অবহেলার শিকার না হলে এতদিনে কিংবদন্তিদের কাতারেই নাম লেখাতেন তিনি।
তার এক সপ্তাহ না পেরোতে আবারও শিরোনামে চলে এলেন তিনি। এবার তিনি এলেন মাঠের পারফর্ম্যান্স দিয়ে। ঢাকার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন তিনি। তিন অঙ্ক ছুঁয়ে এনামুল উদযাপনটাও করেছেন অভিনব কায়দায়!
এনসিএল টি-টোয়েন্টিতে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা মুখোমুখি হয় ঢাকার। সে ম্যাচে খুলনার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন এনামুল। ১০টি চার আর ৫টি ছক্কা হাঁকিয়ে তিনি তার সেঞ্চুরিটা তুলে নেন ৬৬ বলে।
সেঞ্চুরিটা করেই তিনি উদযাপন করেন অভূতপূর্ব কায়দায়। স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মেরে দেখলেন যখন সেঞ্চুরিটা নিশ্চিত হয়ে গেছে, তখন হেলমেট খুলে হাঁটু গেঁড়ে বসেন তিনি। এরপর পিচেই লুটিয়ে পড়েন এই ওপেনার।
তার এই সেঞ্চুরির একটু পরই ইনিংস শেষ হয়েছে খুলনার। ৬৭ বলে তিনি অপরাজিত ছিলেন ১০১ রানে। তার অপরাজিত সেঞ্চুরির সুবাদে ঢাকার বিপক্ষে ৩ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পেয়েছে খুলনা।