বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেস এমপিদের বিক্ষোভ
বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ করেছেন কংগ্রেসদলীয় সংসদ সদস্যরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পার্লামেন্ট ভবন চত্বরে তারা এই বিক্ষোভ করেন।
আনন্দবাজার পত্রিকা অনলাইন খবরে বলা হয়, গতকাল সোমবার প্রিয়াঙ্কা পার্লামেন্ট ভবনে ঢুকেছিলেন ফিলিস্তিনের সমর্থন লেখা ঝোলাব্যাগ নিয়ে।আজ বিক্ষোভের সময় প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা লেখা ছিল প্রিয়াঙ্কা গান্ধীর কাঁধে ঝোলানো ব্যাগে। ঘিয়ে রঙের একটি ব্যাগ। তাতে উপরে লেখা, ‘বাংলাদেশ’। তার নীচে লেখা, ‘হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।’
বিক্ষোভ সমাবেশে সুবিচার চেয়ে নানা ধরনের স্লোগানও দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জবাবদিহি করতে বলা হয়। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় কেন্দ্রীয় সরকার কেন নীরব, তা জানতে চাওয়া হয়।
সোমবার সংসদের শীতকালীন অধিবেশনে বক্তৃতার সময়েও বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরেন প্রিয়াঙ্কা গান্ধী। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগগুলোর বিষয়ে কেন্দ্রকে পদক্ষেপের জন্য চাপ দেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রকে ঢাকার সঙ্গে কূটনৈতিক আলোচনারও প্রস্তাব দেন তিনি।