বড় জয় দিয়ে সাউদিকে বিদায় জানাল নিউজিল্যান্ড

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ড ক্রিকেটে একটা যুগের পরিসমাপ্তিই হলো বটে। ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলেই ফেললেন টিম সাউদি। বিদায়ী টেস্টটা তার দল রাঙিয়েছে ৪২৩ রানের রেকর্ড জয় নিয়ে। 

নিউজিল্যান্ডের ৩৪৭ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৪৩ রানেই গুটিয়ে গিয়েছিল। এরপর নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে তুলেছে ৪৫৩ রান, তাতে ৬৫৮ রানের লক্ষ্য দাঁড়িয়ে গিয়েছিল ইংলিশদের সামনে। সে লক্ষ্য সামনে রেখে ২৩৪ রানে অলআউট হয়েছে সফরকারীরা। বিশাল জয় তাতেই নিশ্চিত হয়ে গেছে কিউইদের। 

বিজ্ঞাপন

সেসব হিসেব আজ গৌণ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই দলের কারোই সুযোগ নেই আর। মূলত সে কারণেই আজ ইতি টেনে দিতে হয়েছে সাউদিকে। নাহয় তিনি তো জানিয়েই রেখেছিলেন, নিউজিল্যান্ড ফাইনালে খেললে সেটাই হবে তার শেষ টেস্ট!

তা হয়নি বলে সাউদির বিদায় হয়তো একটু মলিন হয়েছে, তবে তিনি যে কীর্তি গড়েছেন, তা মুছে যাবে না একটুও। আগের দিন একটা উইকেট পেয়েছিলেন বেন ডাকেটকে বোল্ড করে, আজ জেকব বেথেলকে বিদায় করে ক্যারিয়ারের উইকেট সংখ্যাটা নিয়ে গেছেন ৩৯১-এ।

বিজ্ঞাপন

তবে তাতে একটু হয়তো আক্ষেপও থাকতে পারে তার। নিউজিল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়া হলো না তার। রিচার্ড হ্যাডলির ৪৩১ উইকেটের কিউই রেকর্ডও হয়তো ভাঙতে পারতেন, সেটাও রয়ে গেল অক্ষতই।

ব্যাট হাতেও তার জুড়ি মেলা ভার ছিল। কতশতবার ব্যাট হাতে লেজের ব্যাটারদের নিয়ে লড়ে নিউজিল্যান্ডকে বড় পুঁজি এনে দিয়েছেন, তার ইয়ত্তা নেই। একটা রেকর্ড সেখানেও গড়তে পারতেন তিনি। চতুর্থ ব্যাটার হিসেবে ১০০ ছক্কার মাইলফলক ছিল তার সামনে। তবে তাকে থামতে হয়েছে দুটো ছক্কার আগেই, তার ছক্কার সংখ্যা ৯৮টি।

এমন আক্ষেপ সঙ্গী হয়েছে বটে, তবে তা খুব বেশি পোড়াবে বলে মনে হয় না সাউদিকে। তার কীর্তি তাকে আধুনিক নিউজিল্যান্ড ক্রিকেটে অনন্য উচ্চতাতেই যে নিয়ে গেছে!