আবারও জাতিসংঘ সিডিপির সদস্য হলেন দেবপ্রিয় ভট্টাচার্য

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিডিপির সদস্য হলেন দেবপ্রিয়/ছবি: সংগৃহীত

সিডিপির সদস্য হলেন দেবপ্রিয়/ছবি: সংগৃহীত

ড. দেবপ্রিয় ভট্টাচার্য জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) সদস্য হিসেবে আবারও আরো তিন বছরের জন্য নিয়োগ পেলেন । এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে ইউএন সিডিপির সদস্য হলেন তিনি।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো এবং এসডিসি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক। তিনি অন্তর্বর্তী সরকার গঠিত অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সেন্টার ফর পলিসি ডায়ালগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ড. দেবপ্রিয় ভট্টাচার্য আগামী বছরের ১ জানুয়ারি থেকে তৃতীয়বারের মতো ইউএন সিডিপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ মহাসচিব এই পদটিতে দেবপ্রিয় ভট্টাচার্যকে পুনর্নিয়োগের জন্য মনোনীত করেছেন। ২০১৮ সাল থেকে ইউএন সিডিপির সদস্য হিসেবে কাজ করছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বিজ্ঞাপন

সিডিপি প্রতি তিন বছরে একবার স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা পর্যালোচনা করে থাকে। নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এ তালিকায় অন্তর্ভুক্তি ও উত্তরণের যোগ্যতা সম্পর্কে ইকোসক এবং জাতিসংঘ সাধারণ পরিষদে সুপারিশ প্রদান করে থাকে এ কমিটি। নতুন সিডিপি কমিটি অন্যান্য বিষয়ের পাশাপাশি আগামী ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের বিষয়টিও পর্যালোচনা করবে।