ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে চলছে সিনে কার্নিভাল ৩.০। চলচ্চিত্র, সৃজনশীলতা এবং আনন্দের তিন দিনের উৎসবের প্রথম দিনটি ছিল উচ্ছ্বাসপূর্ণ, যা চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।
কার্নিভাল ১৭ ডিসেম্বর সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভাল আয়োজিত এই কার্নিভাল চলবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত।
দর্শকদের স্বাগত জানানো হয় নানা ধরনের আকর্ষণীয় কার্যক্রমের মাধ্যমে। যেমন- নাগরদোলা, আর্কেড গেমস, এবং তোতা বলে। চল্লিশটির বেশি স্টলে বিভিন্ন ধরনের পণ্য, গেমস এবং রিফ্রেশমেন্টের ব্যবস্থা রয়েছে।
ইভেন্টের প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি হল সিনেমাস্কোপ সিনেমাঘর, যেখানে বিশ্বের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যা সবাইকে সুন্দর অভিজ্ঞতা দিয়েছে। সিনেমাঘর তাদের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে।
আয়োজকরা জানিয়েছেন, গত বছরের সাফল্যের পর বেশ প্রতীক্ষিত ছিল এই বছরের সিনে কার্নিভাল। আমাদের আরও অনেক উত্তেজনাপূর্ণ কার্যক্রম প্রস্তুত আছে এবং আমরা সত্যিই খুশি যে এত মানুষ এটি উপভোগ করছে এবং এর জন্য অপেক্ষা করছে।
সিনে কার্নিভালের পরবর্তী দুই দিনে আরও থাকছে "যেমন খুশি তেমন সাজো", "ওপেন মাইক্রোফোন", এবং "রোস্ট এন্ড টোস্ট", যা পরবর্তী দিনগুলোতে আরও বেশি আনন্দ নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।