হালদা থেকে আবারও মৃত ডলফিন উদ্ধার
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় ডলফিনটি ভেসে ওঠে। উদ্ধার শেষে ডলফিনটি মাটিচাপা দেন উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মী ও স্বেচ্ছাসেবকরা।
মৃত ডলফিনটির ওজন ১৩ কেজি এবং দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন ফুট।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, এটি দুই থেকে তিন বছর বয়সী একটি ডলফিন শাবক। তবে পচন ধরায় মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। শরীরে আঘাতের কোনো চিহ্নও পাওয়া যায়নি।
চবি হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের তথ্যমতে, এ বছর হালদা নদীতে চারটি ডলফিনের মৃত্যু হয়েছে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত নদীটিতে ৪৬টি ডলফিনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। গবেষণায় জানা গেছে, মৃত ডলফিনগুলোর বেশিরভাগের দেহে আঘাতের চিহ্ন ছিল।
রাউজান উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, নদীর দূষণ অথবা মাছ ধরতে বিষ প্রয়োগের কারণে ডলফিনটির মৃত্যু হতে পারে।
বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতি হিসেবে পরিচিত এই ডলফিন আইইউসিএন-এর লাল তালিকাভুক্ত। হালদা নদীতে বর্তমানে প্রায় ১৭০টি ডলফিন রয়েছে, যা বিশ্বের এক হাজার ১০০ বিপন্ন ডলফিনের একটি উল্লেখযোগ্য অংশ।