চট্টগ্রামে ময়লা ব্যবসা নিয়ে বিরোধের জেরে যুবক খুন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-18 16:03:11

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় ময়লা ব্যবসা নিয়ে বিরোধের জেরে জসিম উদ্দিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সিটি করপোরেশনের ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জসিম উদ্দিন (২৫) আনন্দবাজার টিসি কলোনির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। তাদের বাড়ি ভোলা জেলায়।

পুলিশ জানায়, নিহত জসিম উদ্দিন ভোলা জেলার বাসিন্দা হলেও চট্টগ্রামের আনন্দবাজার টিসি কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাবা সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের অস্থায়ী কর্মী। জসিম নিজেও ময়লা-আবর্জনা সংগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন এবং ডিপো থেকে ফেলে দেওয়া ভাত-রুটি কুড়িয়ে তা ভিখারিদের কাছে বিক্রি করতেন।

জসীম উদ্দীনের চাচা বশির উদ্দীন বলেন, খাবারের উচ্ছিষ্ট বিক্রি নিয়ে জসীমের সঙ্গে কয়েকজনের ঝামেলা হয়েছিল। রাতে বাসার সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা কাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা করা হবে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, ময়লার ডিপো থেকে খাবার সংগ্রহ ও বিক্রির ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে এই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে জসিমের গলায় আঘাত করে, এতে তার শ্বাসনালি কেটে যায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে বলে জানান ওসি।

Related News