চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগানসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার পুলিশ বিজিসি ট্রাস্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।
পাবনাগামী “পাবনা এক্সপ্রেস” বাসে তল্লাশি চালিয়ে পেছনের সিটে বসা দুই যাত্রী মোহাম্মদ বাদশা মিয়া (২৫) ও আব্দুল আজিজ মুন্নার (২২) হেফাজত থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় তৈরি পাইপগানের কাঠের বাটসহ মোট দৈর্ঘ্য ১৫ ইঞ্চি।
গ্রেফতারকৃতরা কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা। মোহাম্মদ বাদশা মিয়া পশ্চিম পাগলির বিল এলাকার সোনা আলীর ছেলে এবং আব্দুল আজিজ মুন্না একই এলাকার আবুল কালামের ছেলে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।