৩ ঘণ্টা পর বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-12-22 17:59:54

গাজীপুরের শ্রীপুরে এম ইউ ক্রিমস লিমিটেডের বোতাম তৈরি কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।  

রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহমুদুল হাসান একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ভাংনাহাটি এলাকায় একটি বোতাম তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত চলমান রয়েছে।    

এর আগে বেলা দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে আগুনের ভয়াবহতা বাড়লে দুপুর ২টা ২০ মিনিটে গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিস, রাজেন্দ্রপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে যৌথভাবে কাজ করে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

Related News