আমাদের কেবিনেটে কোনো অসৎ ব্যক্তি নেই: নৌ উপদেষ্টা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-22 21:34:54

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, এই সরকার অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। যতই বদনাম করুন, চার মাসের কাছাকাছি শোনেন নাই যে হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। এই সরকারে যারা কাজ করছে হয়ত তাদের অনেকেরই আমাদের মত প্রশাসনিক নলেজ কম থাকতে পারে, কিন্ত কোনো অসৎ ব্যক্তি আমাদের কেবিনেটে নেই, টপ টু বটম।

রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৭তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘চট্টগ্রাম বন্দর বে টার্মিনালসহ অন্যান্য বন্দরে কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ ১ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক ৬০০ বিলিয়ন ডলার বে টার্মিনালে বিনিয়োগ করার জন্য বসে আছে। চট্টগ্রাম পোর্টের যে সমস্ত সমস্যা, সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। আমরা চট্টগ্রামে সরাসরি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ব্যবস্থা করছি।’

‘এতে চট্টগ্রাম অঞ্চলের শ্রমিকরা অধিকতর কাজ পাবে। বেতন হবে বর্তমান পে স্কেলের চাইতে আরও বেশি পে স্কেলে। এই যে আশা প্রত্যাশা আছে, তা আমি একটি বা দুটি-পাঁচটি লোকের হাতে নির্ভর করে রাখতে চাচ্ছি না। এ জন্য আপনাদের সহায়তা প্রয়োজন। এটা চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয় হবে। চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানে আরও উন্নত হচ্ছে।’

তিনি বলেন, বাংলাদেশে সরকারি কোনো প্রতিষ্ঠান প্রায় পৌনে পাঁচশ কোটি টাকা ঋণ পরিশোধ করা হয়েছে। এটা কিন্তু অনেক বড় বিষয়। গ্রাহকদের যে বিশ্বাস শিপিং কর্পোরেশনের উপর আছে, সে কারণে এটা হয়েছে। সরকার বিএসসির বহর বড় করার চেষ্টা করছে। সরকার অনুমোদন করলেই চারটি জাহাজের বিষয়ে আমরা চুক্তি সই করবো।

জাহাজের বহর আরও বড় করা প্রসঙ্গে তিনি বলেন, ‘শিপিং কর্পোরেশনের নিজস্ব টাকায় দুটো বাল্ক ক্যারিয়ার কিনছে। এ জন্য জাপানের দুটো জাহাজের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আমরা ভালো জাহাজ কিনব।

জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা আজকে এখানে যারা আছেন বিশ্বাস রাখতে পারেন। এই মন্ত্রণায়য়ে আমরা যতদিন আছি চুরি-চামারি হবে না। আমার হাতে যদি কেউ ধরা পড়েন, সে যদি একশ টাকাও ঘুষ খায়। আমি চেষ্টা করবো তারি শান্তি নিশ্চিত করতে। কারণ দেশে এমন অবস্থাও হয়েছিল ঘুষ ছাড়া নাকি ঢেউও উঠে না। এটি আমি বন্ধ করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা মেরিন একাডেমি গুলোতে বিদেশী ক্যাডেট নিয়ে আসতেছি। আগামী বছর ১০ জন জয়েন করার কথা শুনবেন। চেষ্টা করছি অন্যান্য দেশ থেকে ক্যাডেটরা যেন এখানে আসে। যাতে বাংলাদেশের শিপিং ইন্ডাস্ট্রি আরও উন্নত হয়।

ইনল্যান্ড পোর্ট পরিচালনার দায়িত্ব পাবলিকের দেওয়া কথা ভাবছে বলে জানিয়ে তিনি বলেন, সরকারের অনুমতিক্রমে কয়েকটি ইনল্যান্ড পোর্ট পাবলিকের হাতে দেওয়ার চিন্তা করা হচ্ছে। কারণ সরকার এই ধরনের ব্যবসা করতে পারে না।

অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, আপনাদের সহযোগিতায় লাভজনক প্রতিষ্ঠান হিসেবে শিপিং করপোরেশনের দেশের উদাহরণ সৃষ্টি করেছে। এ প্রতিষ্ঠানকে আরও লাভজনক হওয়ার জন্য আমাদের নৌ উপদেষ্টা মহোদয় নিয়মিত চীন সরকার বা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করছেন। দুইটি বাল্ক ক্যারিয়ার কেনার পাশাপাশি চীনের চারটি জাহাজ ক্রয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। আগামী কয়েক মাসের মধ্যে ঋণ চুক্তি হয়ে গেলে চীন থেকে চারটি জাহাজ যুক্ত হবে। সব মিলে আগামী পাঁচ বছরের মধ্যে ১২টি জাহাজ যুক্ত হবে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, বিএসসি রাষ্ট্রীয় সংস্থা। এ সংস্থাকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা। ২০২৩-২৪ অর্থবছরে বিএসসি ৫৯৬ কোটি ১৯ লাখ টাকা আয় করেছে, ৩১১ কোটি ৬০ লাখ টাকা খরচ হয়েছে। নিট মুনাফা হয়েছে ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা। যা ইতিহাসের সর্বোচ্চ। সরকারি ঋণের ৪৭৫ কোটি টাকা পরিশোধ করেছি।

Related News