চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ বাসের ধাক্কায় সড়ক থেকে ছিটকে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী আহমেদ জুলহাস খাঁন (২৩) নামের এক ব্যক্তির। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার বাকিলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহমেদ জুলহাস খাঁন জেলার সদর উপজেলার কুমড়ারডুগী খাঁন বাড়ির বাসিন্দা।
নিহতের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহবুব আলম জানান, দুর্ঘটনায় মারাত্মক জখম হয় জুলহাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরেছিল জুলহাস। পথেই বাকিলা বাজারে কুমিল্লাগামী বোগদাদ বাসের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।