কুষ্টিয়ায় পদ্মায় জেলের জালে ধরা পড়ল কুমির

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2024-12-24 17:57:40

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে মাছ ধরার সময় শরিফুল ইসলাম নামের এক জেলের ধরা পড়েছে বিশালাকৃতির একটি কুমির।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর বালির ঘাট থেকে কুমিরটি ধরা পড়ে।

জেলে শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি নদীতে মাছ ধরতে যান। এ সময় একটি কুমির জালে আটকা পড়লে সঙ্গে থাকা আফজাল ও নুর হোসেনের সহযোগিতায় সেটি ডাঙায় তোলা হয়। পরে তারা বন বিভাগ এবং মিরপুর থানায় খবর দেন। কুমিরটির দৈর্ঘ্য ছিল আনুমানিক ১১ ফুট এবং ওজন প্রায় ২৫০ কেজির মতো। এলাকার লোকজন সেটি দেখতে ভিড় করে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর উপজেলা বন কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে গড়াই নদীতে যাই। পরে কুমিরটি উদ্ধার করে রশি দিয়ে বেঁধে রাখি। যাতে কুমিরটির কোন ক্ষতি না হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কুমিরটিকে পদ্মা নদীর গভীরে অবমুক্ত করতে বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তারা রওনা হয়েছে।

Related News